বারবার চাওয়া অনুচিত|
সুবীর সেনগুপ্ত


কেন যে চাইছো, সেটাই বুঝিনা
থাকলে তো দেব, পয়সা বা টাকা
দেখা হলেই তো, চেয়ে বসো তুমি
আমার জবাব, 'নাই' দিয়ে ঢাকা|


তিন চার দিনে, একবার দেখা
তোমার কথাতে, থাকে শুধু টাকা
টাকা ছাড়া আর, শব্দ জানো না!
কেন বারবার, হতে চাও বোকা!


চাওয়া ন্যায়, অথবা অন্যায় হবে
কিংবা দুটোর, কোনোটাই নয়
চাওয়ায় শুল্ক, নেই তা তো জানি
তাই বুঝি ভাবো, চাওয়াতেই জয়!


হ্যাংলার মতো, চাইতে থেকো না
তুমি পরিণত, এটা মনে রেখো
ভেবে নাও চাওয়া, ভিক্ষা সমান  
দূরে যাবে চাওয়া, এটা হবে দেখো|


যে অবস্থায়, তুমি আছো আজ
সে অবস্থায়, তুমি নও একা
তাদের জীবন, না চেয়ে চলছে
তোমারও চলবে, দেখে দেখে শেখা|


পৈতৃক বাড়ী, তাতে থাকো তুমি
তুমি তো ভাগ্যবান, আমি ভাবি
দিনের দু মুঠো, আহার জোগাড়ে
কি করে যে তুমি, খেয়ে যাও খাবি!


তোমার সঙ্গে, কথা মানে চাওয়া
ইনিয়ে বিনিয়ে, বলতেই থাকো
কতবার আর, বলবো যে 'নেই'!
আর একবার, এই 'নেই' রাখো|


তুমি বুঝবে না, আমি বুঝে গেছি
তাই তো করেছি, ছোট এক পণ
তোমাকে দেখলে, ঘুরে যাই আমি
দিয়েছি চাওয়াকে, এক আবরণ|