//বারণ কখন//


বারণ করলে করব না আর
আমিও অনেক করি বারণ
বারণ যে কেন, চাইব জানতে
জানিয়েও দেব আমার কারণ।


যার যেটা খুশী, করেই চলুক
বারণ করার কী যে প্রয়োজন!
বারণ যদি হয় সামাজিক
তার হোক প্রকৃত আয়োজন।


ছোট্টবেলায় বারণ নিষেধ
তখন থাকেনা বোঝার ক্ষমতা
যৌবনে এসে প্রাপ্ত বয়স
যে যার বারণে লাগাবেই মাথা।


একটা সময়ে জীবন স্বাধীন
স্বাধীন জীবনে ইচ্ছা প্রধান
নিষিদ্ধ হলেই সেই দিকে মন
তা নিয়ে হয়না প্রকাশ্যে তান।


নিজেই নিজেকে করোনা বারণ
বুদ্ধি হয়েছে, লাগাও-না কাজে
পরিণত হয়ে কে করে বারণ!
বারণ তখন আড়ালেই সাজে।


সুবীর সেনগুপ্ত