বারংবার কি লিখি, তোমার জিজ্ঞাসা
পড়েই দেখো, মিটবে তোমার প্রত্যাশা।


তোমার প্রশ্ন, আমার কাছে নয় মুখ্য
এমন প্রশ্নে, না পাই খুশী না দুঃখ।


লিখে যে পায় আনন্দ, সে লিখবেই
কলমটাকে, খেলার সাথী করবেই।


পড়েও তো পায়, অনেক লোকই আনন্দ
তাঁদের সাথী, নতূন বই এর সুগন্ধ।


এমন-তর কাজের মাঝেই আনন্দ
এই আনন্দ, দূর করে দেয় সব মন্দ।


পড়া আর লেখা, ছাড়াও আছে অনেক কাজ
সে  সমস্ত কাজেই, আনন্দের বিরাজ।


পেশার জন্য যে কাজ, সে তো জোর করে
আয় দর্শন, হয় এই কাজে মন ভরে।


প্রভূত আয় কি, সদাআনন্দ দিতে পারে!
সদাআনন্দ অবসর কাজে বিস্তারে।


যে কাজ শখের, তাতে নেই জয় পরাজয়
এই কাজে নেই, প্রতিযোগীতার বিস্ময়।


ভাবধারাগুলো প্রবাহিত হোক, চেয়েছি
সেই ইচ্ছাকে, পূরণ করেই চলেছি।


জিজ্ঞাসা তুমি করতেই পারো, কি লিখি!
একই উত্তরে হও না যে খুশী, তাই দেখি।


একই প্রশ্নের, উত্তর একই হবে তো
কি করে পাল্টে দেবো উত্তর, বলো তো!


তুমি কি চাওনা, লিখে যাই আমি বারবার!
চাও নাকি, আমি খুশী থেকে পাই নিস্তার!


বেঁচে থাকলেই, মনটাও বেঁচে থাকবে
বিবিধ ভাবনা, মনের ভিতর ঘুরবে।


লেখার খোরাক, সে তো ভাবনার থেকে
তোমার কৌতূহল, কেন দেবো ঢেকে!