//বাড়তি কথার ভাগ্য কী হবে!//


অযথা যে কথা মনের ভিতরে
বাইরে আনার পথ প্রয়োজন
পথ না গড়লে, গড়বেই জট
জট না খুললে, মনে আলোড়ন।


কথা সমস্যা, কথা সমাধান
কথা চাই নাকি পাহাড়-প্রমাণ!
মেপে মেপে কথা বলা দুষ্কর
আর বেশী কথা হয় অসমান।


কথা তুমি গড়ো, কথা আমি গড়ি
আর কোন প্রকরণে কথা গড়ে!
প্রতিটি মানুষ কথার স্রষ্টা
কথা গড়ে ওঠে বিভিন্ন স্তরে।


কেউ বলে নাকি, 'কথা গড়ে ফেলো'!
কথা গড়া হয় নিজেরই স্বার্থে
কখনো অন্য স্বার্থেও গড়ি
গড়ার প্রয়াস চাই না ছাড়তে।


কথা গড়লাম, লাগলো না কাজে
কেন লাগলো না! যে গড়ে সে জানে
সেই কথাগুলো কোথায় যে যায়!
ঘুরে আর ফিরে ঢোকে নাকি মনে!


ভুল করে কিছু কথা বলে ফেলি
শুধু আমি নই, অনেকেই বলে
বাড়তি কথার ভাগ্য কী হবে!
যাক চলে যায়, মনের আড়ালে।


সুবীর সেনগুপ্ত