//বাস্তবে থাকুকনা ভাবনা!//


এ আমার হলো কী যে
ভাবছি না বুঝে সুঝে
ভাবনাতে সব কিছু কল্পনা...
কিছু যা বিকৃত
আর কিছু নিরর্থ
বাস্তবে নেই মম ভাবনা।


ভাবনা অসার ঘিরে
অচেনার এক নীড়ে
হারিয়ে যাচ্ছে সব অজানায়...
একটা ভাবনা স্রোতে
ডুবে না যেতেই যেতে
বিষাদের উপছায়া ভাবনায়।


এ আমার কীসে মন
অস্থির অশোভন
এমন কামনা চেয়ে থাকিনি...
ভাবনা জ্বালাবে আলো
দূর করে দেবে কালো
বেসুরের গান আমি গাইনি।


ভাবনাতে মন ঢাকা
যা ভাবছি আঁকাবাঁকা
সুস্থ ভাবনাগুলো আসছে না...
কোথায় যে গেল হরি
নিজেই নিজের অরি
গোছানোর চেষ্টাতে জিতছি না।


খোঁড়াখুঁড়ি করে মন
খুঁজি এই সেই কোণ
সফলতা পেলাম তো অন্তিমে...
এখন যা ভাবছি
যুক্তিতে রাখছি
খোলামেলা ভাবনাতে রণভূমে।


সুবীর সেনগুপ্ত