অনেক বেদনা সহেছি জীবনে
বেদনার রঙ রূপও জেনেছি
কিছুকে রেখেছি সঞ্চয় করে
সেগুলো দিয়েই সুখকে মাপছি|


বেদনা শত্রূ, ভাবতে পারিনি
এ জ্ঞান হয়েছে ঢুকে অন্তরে
কিছু বেদনার স্পর্শ এমন
যা অসাধারণ সময়ের ঘরে|


অনেক বেদনা কাঁদিয়েছে মন
পেয়েছিও নোনা অশ্রুর স্বাদ
অনন্য সেই স্বাদ আজও বলে
'এত বোকা কেন, করোনা বিবাদ'|


প্রথম বেদনা ভুলেই গিয়েছি
হয়ত ছিল না তেমন গভীর
যে দিন গভীরে প্রবেশ করেছি
বুঝেছি কি স্থির আর অস্থির|


পথ দুর্গম সে তো জানা কথা
এই পথ থেকে আসবে বেদনা
কেন অস্থির বেদনাকে নিয়ে!
বেদনাকে কেন রাখাই অচেনা!


বেদনা দিয়েই ভরেছি এ মন
মাদল কাঁসর শাঁখের ধ্বনিতে
বেদনার থেকে ভাবের প্রকাশ
করেই যাচ্ছি কলম তুলিতে|


আর তো এখন করিনা সহ্য
যেমনই হোক না বেদনার ধারা
বেদনার থেকে তুলে আনন্দ
উপচে পড়ছে জীবনের ঘরা|