কাল এসেছিল আজকে এসেছে
সকালের পরে দুপুর হাসছে|


দিন চলে গেলে হবে ইতিহাস
অতীত হয়েই ইতিহাসে শ্বাস|


প্রত্যেকদিন আসবে দুপুর
বিনা আহবানে পরিচিত সুর|


সকালের পরে প্রত্যেকদিন
এ নিয়ম হয়ে গেছেই স্বাধীন|


দুপুর এসেছে অগুণিতবার
আসলেই ভরে বিশ্ব আধার|


নিশীথ ও সাঁঝ সকাল বিকেল
তাও পেয়ে যাবে আধারে অঢেল|


ঘটনা প্রবাহে বহে যায় বেলা
থামতে পারে না নিয়মের খেলা|


কৃতকার্য বা অকৃতকার্য
অতীতের ঘরে সব প্রযোজ্য|


কার প্রাধান্য আছে ইতিহাসে
সব বেলা ইতিহাসের সুবাসে|


ন্যায় অন্যায় রীতি আর নীতি
সব নিয়ে বেলা, ভরছে অদিতি|


সব বেলা আসে প্রত্যেকদিন
ঘটনায় করে দিনকে প্রাচীন|


অনুসরণের পথ ধরে ধরে
বেলাগুলো অনুসরণের ঘরে|


এই এক ধারা নয় অস্থির
এখানেই আছে শান্তির নীড়|