বেয়াড়া মনের কোথায় চেহারা!
-সুবীর সেনগুপ্ত-


চারটে বাজলে, যেদিন বেরোনো
সেদিন শরীর, উঠতে চায় না
যেদিন বেরোনো, নেই চারটায়
সেদিন না উঠে, থাকতে পারে না।


এ মন বেয়াড়া, শুধু কি বেয়াড়া!
দেখাতে চায় না, নিজের চেহারা
খেয়ালের ঘরে, করে ঘোরাঘুরি
বেখেয়ালি হয়ে, হয় দিশাহারা।


উপদেশ শুনি, "কব্জাতে রাখো"
লাগাম ছেড়োনা, যে কোনো কারণে
আগাম ভাবনা, লাগবে না কাজে
না থাকেই যদি, মন নিয়ন্ত্রণে।


এই তো সেদিন, বাজারে তখন
কেনাকাটা সেরে, চা'য়ে এলো মন
হাওয়ার গতিতে, ক্রমশ বৃদ্ধি
আজ আর চা নয়, ফেরা প্রয়োজন।


আমার ভাবনা, নয় শেষ কথা
মনটা বললো, 'চা না খেয়ে যাবে!'
চা নিলাম, সাথে গরম পাকোড়া
ফাঁসলাম ঝড়ে, কে আর চা খাবে!


মেনে তো নিয়েছি, মব খুব দামী
বোঝার প্রয়াসে, হেরে যাই আমি
যখন যেটার, পিছনেই যাই
মন বলে, বিপরীতটাই নামি।


মন তো সবার, সাথে থাকবেই
বিপরীত পথ, কেন দেখাবেই!
বেশ গড়বড়, এই ব্যাপারটা
এর সমাধান, পেতে তো হবেই।


চলতে শিখেছি, নিয়মানুযায়ী
দখল করেছি মন, আমি জয়ী
চলবার পথ, সুষম হয়েছে
মন এবং আমি, একসাথে দায়ী।


যখন ওঠার, উঠে পড়ি আজ
পাল্টে যায় না, কষ্টে মেজাজ
এখন যে মন শাসনেই থাকে
সকাল দুপুর বিকেল ও সাঁঝ।