ভাবব না বহু দূর


আগে গিয়ে সব ঠিক, তা কি আমি জানি!
জানিনা বলেই, আমি করি কানাকানি।


যে আগে গিয়েছে, সেই পথটাকে ধরে
জানি আমি তাঁর কাছে, জিজ্ঞাসা করে।


সেই পথ ধরে, আমি যাই সোজাসুজি
তখনই বুঝতে পারি, ভুল বোঝাবুঝি।


জিজ্ঞাসা করা, কোনো অন্যায় নয়
এই কাজে হয় না তো জয় পরাজয়।


জিজ্ঞাসা কি হবে, ভেবে নিতে হবে
কাকে জিজ্ঞাসা করা, জেনে নিতে হবে।


বাঁচা কি যায় না নাকি, জিজ্ঞাসা ছেড়ে!
জিজ্ঞাসা বিনা আমি, জানব কি করে!


জানার উপায় আছে, বহু শত শত
নিলেই তো হয়, সেই উপায়ের ব্রত।


ভবিষ্যতে কি আছে, কেন করা আন্দাজ!
পূর্বাভাষ কি হয়, কোনো জীবনের তাজ!


আগে গেলে দেখব, কি আছে পড়েই আগে
তারপরে বুঝব, কি আছে আমার ভাগে।


জীবন কি বেঁচে আছে, ধরেই ভবিষ্যত!
এই যে ভাবনা, এ তো নীরস মনোরথ।


লক্ষ লক্ষ ক্ষণ, দিয়েই জীবন ভরা
লক্ষ লক্ষ ক্ষণ, এক এক ক্ষণে গড়া।


এই ক্ষণে বেঁচে থাকা, তাই মূল মন্ত্র
প্রতিটি জীবনে, এই ক্ষণটা স্বতন্ত্র।


এই ক্ষণে যে থাকবে, শান্তির তপবনে
সে থাকবে শান্তিতে, আগামীর সব দিনে।


ভবিষ্যদবাণী, নিষ্কর্ষ কি জীবনের!
গণতকারের কথা, হবে কি বিশ্বাসের!


ভাবতেই হয় যদি, অনেক আগের কথা
ভাবব না বহু দূর, পরক্ষণে দেবো মাথা।


সুবীর সেনগুপ্ত