ছন্দ মেলাতে ভালো লাগে, তাই
ছন্দ মিলিয়ে লিখেছি কবিতা
শুধু ছন্দের জন্য তো নয়
ভাবেও ভরেছি কবিতার খাতা|


ছন্দ মিললে বেশ মজা আসে
আসে আনন্দ অকৃপণ হয়ে
এমন সুযোগ চাইনা হারাতে
ঝাঁপিয়েও পড়ি সুযোগ ধারায়|


শুধু ছন্দের কোনো মানে নেই
কবিতা গড়লে হ য ব র ল
এমন কবিতা কিছু তো পড়েছি
অদ্ভুদ মানে, লেগেছেও ভালো|


কবিতা কেনই লেখা হয়ে থাকে!
একটি কাগজে কলমের রেখা
শুধুই কি তাই! কখনই নয়
কবিতা ভাবের শাখা ও প্রশাখা|


কবিতা, কাহিনী, আর প্রবন্ধ
সব সৃষ্টিই নতুন, নয় কি
শব্দ পুরোনো, অক্ষরও তাই
বারবার গেঁথে, নতুন নয় কি!


ভাব প্রকাশের জন্য কবিতা
যেটা কাহিনীতে কম সম্ভব
লেখার যে ধারা, খুঁজলে হয়ত
সেখানে কিছুটা অনুমান হয়|


সবার ভাবনা অন্তর জুড়ে
জানাও যায় না, প্রকাশ না হলে
বাধকতা নেই প্রকাশ করার
ক্ষতিও তো নেই প্রকাশ করলে!


ভাবের প্রকাশ - কবিতাতে|