অর্থ হলেও কম আর বেশী
ভাবনা বেশী সবসময়
অঢেল ভাব এর মালিক হয়েও
মানুষ কেন গরীব হয়!


প্রচুর ভাবনা, প্রসঙ্গ ঢের
প্রচুর মানেই অনন্ত
যার যত খুশী, নিতেই তো পারে
বিষয় হয় না বাড়ন্ত|


অজস্র যত, ভাবনার ধারা
প্রবাহিত নয়, একপথে
কত পথ! তার হিসেবে হয় না
ভাবনা ভাবের, মনোরথে|


বিকশিত মুখে, বিকশিত হাসি
দেখা শোনা ঘ্রানে অনুভূতি
ভাবনাও ঠিক, এগুলোর মত
যার নেই কোনো পরিণতি|


ধনী গরীবের সংজ্ঞা কি হবে
শুধু টাকা আর টাকা!
ভাবনা কেন হয় না সংজ্ঞা!
কেবল টাকায় ঘোরে চাকা!


ভাবনা আছে, তাই বেঁচে আছি
তুমিও তো তাই, নও কি!
আমরা কি আর, ভাবনাবিহীন!
ভাব এর ধনী, নই কি!


ধনীর সংজ্ঞা হোক ভাবনায়
সংখ্যায় নয়, উৎকর্ষে
সবাই পাক না ধনীর দরজা  
ভরুক সমাজ আদর্শে|