ভাবনা যদি দেখতে পেতাম
ধরতে পেতাম, রাখতে পেতাম
কি ভালোই না হত তবে
লেখার সময় শান্তি পেতাম|


অন্ধকারে ভাবনাগুলো
জড়ায় তো বেশ এ মনটাকে
জ্বালিয়ে আলো, লিখি যখন
আমি হারাই সব ভাবনাকে|


দিনের বেলা আঁধার যে নেই
আশায় কিন্তু আছেই ভাবনা
উজল আলোয় বন্ধ চোখে
ভাবনা জমাট হতেই চায় না|


ভাবনা যখন এই মনে নেই
কোথায় থাকে ভাবনাগুলো!
খোলা হাওয়ায় ওড়ে নাকি!
যে ভাবে, তার মনেই ঢুকলো|


মনে যেমন জড়ায় ভাবনা
তেমন আবার পালিয়ে যায়
খুঁজতো যদি একটি বাসা
বাসা পেলেই, থাকতো সেথায়|


ভাবনা কি চায় স্থির থাকতেই!
অসম্ভব এই বাদানুবাদ
স্থির নয় তাই মন তোলপাড়
ভাবনায় এনে ফেলে বিবাদ|


ভাবনা ভালবাসে আঁধার
কালোর মাঝে ফুটতেও চায়
আলোর মাঝে ভাবনা পোড়ে
এটাই কি ঠিক, আমার জানায়!


ভাবনা নিয়ে ভাবতে ভাবতে
অবাক হয়ে গেলাম আমি
আমি এখন ভাবছি যেটা
সেটাই ভাবতে পারো তুমি|


অন্ধকারে আমার ভাবনা
গুছিয়ে ফেলে শব্দগুলো
তোমারও কি তেমনই হয়!
শব্দ হারায়, ফুটলে আলো!


আমার ভাবনা চায় না আলো
তোমার ভাবনা আলো কি চায়!
আঁধার মাঝে ভাবনা এলেই
লিখেও ফেলি অল্প আলোয়|


ভাবনা কি আঁধার ভালবাসে!