যতই ভালো থাকুক না ভাবনাতে
তার সাথে থাকে অনেক অনুমান
যা কিছুই হোক, ভাবনাতে ভরা যাবে
বেশী হলেও তো ভাবনার পরিমান|


কোনো ভাবনাই হয় না তো পরাধীন
তাই তো সবার ভাবনা ছুটছে স্বাধীন
ইচ্ছে মতন ভাবনার হয় ধারা
ভাবনাতে কিছু হয়েও যায় না মলিন|


ভাবনা এমন, কখনো লুকোতে হয় না
দেখা শোনাতেও ভাবনা কখনো যায় না
তাই তো ভাবনা সবচেয়ে বেশী আপন
কখনো কাউকে ছেড়েও তো যায় না|


নিয়মের ধারা ভাবনাতে পাওয়া যায় না
তাই অনিয়ম নাচে তা থই তা থই
ভাবনাকে ভালবাসা যায় সহজেই
বেঁচেও থাকছি শুধু ভাবনাকে ঘিরেই|


বর্ণনাহীন, ভাবনার যত তান
নিঃশব্দের অচেনা একটি খান
প্রবেশ নিষেধ সেই খান এ সকলের
একজন শুধু জানে ভাবনার মান|


ভাবনাকে ঘৃণা করা যায় নাকি, বলো!
রূপের আদলে ভাবনা কখনো পড়ে কি!
ভাবনার রূপে কেউ কি হয়েছে মত্ত!
'ঘৃণা' নিয়ে বলা নিশ্চয়ই খুব শক্ত|


নরম মাটির মতনই তো ভাবনা
ভাঙা ও গড়ার একটাও নেই ঠিকানা
গোলকধাঁধাঁর মতনই ভাবনা ঘোরে  
যাবে কোন পথে, সেটাও তো অজানা|


কত বেগ নিয়ে ভাবনা ছুটছে, কে জানে!
কত দ্রুতগতি! শত মতামতে কানা
সবচেয়ে শ্লথ, তাও হতে পারে ভাবনা  
সবচেয়ে দ্রুত, গীতা পড়েই তো জানা|


ভাবনাকে নিয়ে কেন যে কেবল চিন্তা!
চিন্তাকে নিয়ে কেন যে কেবল ভাবনা!
এ দুটোই থেকে যাবে সকলের শাসনে
যদি থাকে মনে সরল সুস্থ কামনা|