বলছো যে কেন শুদ্ধ ভাবনা প্রয়োজন!
ভাবছো কি তুমি শুদ্ধ ভাবনা অনুক্ষণ!


শুদ্ধ ভাবনা সকলেই ভাবে কখনও
হতে পারে সেই ভাবনা অল্প জীবনে|


শুদ্ধ ভাবনা একদম যদি অনুপস্থিত
নড়েই উঠবে এই জীবনের দৃঢ় ভিত|


ভাবনা হবেই, হবেই মেলানো মেশানো
সব মনে আছে ভাবনার জাল বিছানো|


শুদ্ধ এবং শুদ্ধই শুধু ভাবতে চাই
কিন্তু চাওয়া তো হয় শুধু চাওয়াই|


করা যায় নাকি ভাবনাকে বেশ শুদ্ধ!
আগে ভাবো, পরে শুদ্ধ করেই বুদ্ধ|


শুদ্ধ ভাবনা প্রয়োজন এ তো সত্য
শুদ্ধ ভাবনা হতেই পারেনা নিত্য|


তরল মনকে জমাট করতে পারলে
শুদ্ধ ভাবনা রাখা যেত তবে কবলে|


মন কি তরল! সেটাও একটা প্রশ্ন
নাকি বায়বিক মান্যতা নিয়ে গণ্য!


শুদ্ধ ভাবনা যা শেখানো হয় শুরুতে
সে সব ভাবনা থেকে যায় শুধু অতীতে!


কিছু মনে সেই ভাবনাও থেকে যায়
তারা তো বিশেষ বলেই গণ্য হয়


যারা পারে শুধু ভাবতে শুদ্ধ ভাবনা
তাদের জীবন সাধারণ হতে পারেনা|


ভাবনা শুদ্ধ হলেই জীবন সুন্দর
তখন ধারণা দেখবে না কোনো অন্তর|


শুদ্ধ ভাবনা প্রয়োজন, সন্দেহ নেই
প্রকৃত চেষ্টা পারবে ভাবতে শুদ্ধই|


শুদ্ধ ভাবনা আনবে জীবনে নিষ্ঠা
এই নিষ্ঠাই গড়তে পারে প্রতিষ্ঠা|  


ভাবনা শুদ্ধ হলেই জীবন সুন্দর