ভাবতে যা পারিনা তা
কি করে লিখব, বলো!
লেখা যে চাইছে শুধু
ভাবনার তারগুলো।


চোখে তো অনেক কিছু
লিখলেই লেখা যায়
সে লেখার মানে নেই
লিখে সময় হারায়।


ভাবনা তো সকলের
সকলে লেখে না কেন!
না লেখার কারণটা
কি যে হবে, তুমি জানো!


যে লেখে না, সেই জানে
জানাবে কি কারণটা!
জানতে চাইছি কেন!
আমার কি মাথা মোটা!


লেখা কি একটা কাজ!
কাজ তো হবেই হবে
জরুরি হয়ত নয়
তাই কি লেখে না সবে!


যে লেখে সে লেখে কেন!
লিখতে পারে বলেই
এটাই কি হেতু তার!
আর কি কারণ নেই!


পারে বলেই কি কেউ
লিখে যায় সারাক্ষণ!
আরো কারণ তো আছে
তাই লেখাতেই মন।


মন দিয়ে লিখছে যে
লেখা দিয়ে গড়ে ধন
লেখাই করেছে পেশা
তাই লেখা অনুক্ষণ।


যে লেখা বিকিয়ে যায়
সেটা ভাল নিশ্চয়ই
মানুষ কিনবে কেন
মানেহীন লেখাটাই!


ভাবনা গভীর হলে
লেখাতে উঠবে ফুটে
বিকশিত লেখাগুলো
পড়বে মানুষ খুঁটে।


কে পড়বে কার লেখা
তাদের সংখ্যা কত!
পাঠক কিছু তো হবে
লেখক খুশীতে রত।


কেউ না পড়েই যদি
লেখক কি লিখে যাবে!
লিখুক বা না লিখুক
ভাবনা তো থেকে যাবে।


ভাবনা গভীর হোলো
কাগজে তা ফুটল না
সে লেখা থাকবে ঘুমে
কেউ তাকে জাগাবে না।