//ভাবনার ভাব নিয়েই কবিতা//


নতুন ভাবনা ক্ষণে ক্ষণে চাই
প্রয়াস না করে খুব পেয়ে যাই
পাওয়ার পরে কী মন ভরে যায় খুশীতে!
তেমন হয়না সে কথা কী হবে বলতে!


প্রয়োজনাধিক পরিমাণ নিয়ে
ভাবনা দিয়েছে ভূবন ভরিয়ে
ভাবনা ভরে কী উপচে উপচে পড়ছে
যতই ভরুক ভাবনা ভূবনে থাকছে।


ছায়া-সঙ্গীর মতই ভাবনা
থাকবেও, নয় ভুল এই ধারণা
ভাবনার সাথে ধারণা মিশিয়ে জীবন
ভাববিহীন জীবন সূক্ষ মরণ।


ভাবনা যে নয় খাদ্য, তা তো জানি
কিন্তু থাকবে প্রতিদিন, তাও মানি
কী ভাবে যে করি ভাবনা বিশ্লেষণ!
বিশ্লেষণের পরে কী সত্য উন্মেষণ!


ভাবনায় আছে নূতনের ধারা
পুরনো ভাবনা করে যায় তাড়া
নতুন পুরনো মিলে মিশে এক মিশ্রণ
এর প্রভাবেই সুখী ও অসুখী হয় মন।


অনেক কিছুই অভাবনীয়
সে সব কী নয় ভাবনার প্রিয়!
ভাবনা যে কী, সেটাই আমরা জানিনা
জানিনা বলেই লেগে আছে গবেষণা।


চিন্তা ভাবনা ধারণা ও কল্পনা
সবগুলোই কী ভাবনার আল্পনা!
ভাবনা দিয়েই আনি যুক্তিতে শক্তি
যুক্তির এই শক্তিতে থাকে ভক্তি।


কী পাই জীবনে উদ্বৃত্তের মতো!
বলবই নাকি শুধু হাওয়া উদ্বৃত্ত!
তবে আছে মানুষের অফুরান ভাবনা
সুখ ভালবাসা চাই অফুরান, পাই না।


অযাচিত হয়ে ধরা দেয় ভাবনা
এই ধরা দেওয়া কিছুতেই থামে না
আসুক ভাবনা, তা দিয়েই হব সমৃদ্ধ
এভাবেই চলে সকলেই হব বৃদ্ধ।


সুবীর সেনগুপ্ত