ভাবনাটা ঠিক যেন হওয়ার মতন
প্রবাহেরও নেই কোনো স্থান ক্ষণ
যা ইচ্ছে ভাবা যায়, নেই প্রতিবন্ধ
ভাবনাই সমতার ঠিক উধাহরণ|


ভাবনাকে বলা যাবে নাকি অবয়ব!
না শোনা ধ্বনিতে করে যায় শুধু রব
ভাবনা আকারহীন, তাই নেই রূপ
পরিণত করা যায় ভাবনাকে শব|


ভাবনা কি গতি নিয়ে হয় দিশাহারা!
যে গতির নেই কোনো কূল ও কিনারা
এটাই তো অযাচিত অনাহূত ধন
ছুটে ছুটে আসবেই, ভাবনার ধারা|


ভাবনাটা চলে আসে, মেনে নেওয়া হয়
কোথা থেকে আসে, জানা সম্ভব নয়
কি বললে! ভাবনাতে ছুটে আসে না তো
ভাবনার উৎসটা আছে যে কোথায়!


ভাবনা কি এ মনেই গড়ে অবিরত!
হতেও তো পারে খুব পরিকল্পিত!
যেমনই ভাবি-না, খেলা করে এই মনে
গুণলে যে কত হবে, তাও অবিদিত|


ভাবনা কি কল্পনা! ঠিক তা তো নয়
মিল যে আছেই,, সেটা মানতেও হয়
অবৈধ বহু কিছু ভাবতেই পারি
এমন যে কল্পনা, আসে না আলোয়|


একমুখী ভালবাসা, মরতে না চায়
এক ভাবনাতে, সেই ভালবাসা রায়
এ ভীষণ যন্ত্রণা, ভাবনা জড়িয়ে
এর প্রতিকার নেই, নিখিল ধরায়|


ভাবনারই থেকে যত, দ্বন্দের সৃষ্টি
ভাবনাও আনে খুশী, স্বাদে সব মিষ্টি
একান্ত আপন, এই ভাবনাকে নিয়ে
ভালো ও মন্দে, এ জীবন অনাসৃষ্টি|


ভাবনার ধারা একান্ত আপন