একটা শব্দ, কোন সে শব্দ!
ভাবিয়ে আমায় করছে জব্দ|
একটা শব্দ, সেটাই মৃত্যু
এই শব্দেই সব নিস্তব্ধ|


পরিচয় নেই, মৃত্যুর সাথে
প্রকৃত অর্থ, মৃত্যুর কি!
সব্বাই জানে, মৃত্যুই শেষ
'মৃত্যু' শব্দে, ভাবনার রেশ|


মৃত্যু খবর, প্রতিদিন আসে
কিন্তু, ভাবনা মনে কই ভাসে!
মৃত্যু নিলেই, কোনো প্রিয়জন
ভাবনাও ছোটে, প্রায় অনুক্ষণ|


মৃত্যু কেন যে, হতেই থাকবে!
হয়েই, কেন যে হারিয়েও যাবে
মৃত্যু কেন যে, জানিয়ে দেয় না!
কোথায় যে আছে, তার সীমানা!


ঘটনা অনেক, অনেক সাক্ষী
অনেক শব্দ, ভাবনা কোথায়!
'মৃত্যু' শব্দে, মন তোলপাড়
কেন রহস্য, হয় না উজাড়!


শুধু ভাবি না তো, মৃত্যুকে নিয়ে
আর এক শব্দ, সেটা 'ভালবাসা'
সব্বাই চাই, পেয়েও পাই না
ভালবাসা এক, জলের আয়না|


এ দুটোর কোনো, সংজ্ঞা কি নেই!
আমার ভাবনা, কল্পনাতেই
প্রাণ গড়লেই, এ দুটো গড়বে
এই দুটো নিয়ে, ভাবনা খেলবে|