ছড়িয়ে রয়েছে চারিদিকে ভালবাসা
বোঝা যায় নাকি কোথায় মিটবে
তোমার আমার পিপাসা|
তোমার আমার সকলের আছে আশা
কেবল আশাই পারে নাকি দিতে
আমাদের ভালবাসা!
অনেক কারণে হয়ে যায় ভালবাসা
তবুও অনেকে বঞ্চিত হয়
অভাবে কি থাকে ভাষা!
কতিপয় লোক ঘৃণা করে ভালবাসা
কি তার কারণ! প্রকাশ্য নয়
অনুমানে খেলা পাশা|
অনেকের আছে প্রাসাদের মত বাসা
সেখানে কি ভালবাসা বেশী বেশী
একটু কি নেই নিরাশা!
অকাল মরণে ভাঙে কত ভালবাসা
আবার গড়ে কি আগের মতন!
থাকে নাকি অভিলাষা!
কেউ কেউ খুঁজে নিতে পারে ভালবাসা
আর যারা আছে, খুঁজতে পারেনা
আশাই তাদের ভরসা|
এক ভালবাসা নিয়ে কি তৃপ্তি আসে!
দুই তিনেও তো তৃপ্তি হয় না
ভালবাসা দূরে হাসে|
সকলেই জানি, মানতে কি পারি সকলে!
ভালবাসাহীন জীবন হয়না
ভালবাসা চাই আঁচলে|