ভালবাসা তুমি কার! দাতার না গ্রহীতার
তুমি দুজনের, বলো, তাই না!
ভালবাসা তুমি ভার, ভারে নত সংসার
না, না, এটা ঠিক বলা হলো না|


ভালবাসা তুমি ভালো, নিমেষে জ্বালাও আলো
হলেও সে মন ভরা বিষাদে
ভালবাসা তুমি ডানা, ছাড়িয়ে যায় সীমানা
ভরে দাও আনন্দ অবসাদে|


ভালবাসা তুমি দ্বন্দ, অভিসারে হও অন্ধ
পান করো সুধারস একান্তে
ভালবাসা তুমি ধারা, যে প্রবাহে নেই তাড়া
প্রকোপন বেড়ে যায় অজান্তে|


ভালবাসা তুমি সেতু, ঘনিষ্টতার হেতু
মন থেকে করো দূর সংস্কার
তুমিই প্রবেশ পথ, জীবনে চলার রথ
মনে হয় সংগীতে ঝংকার|


ভালবাসা তুমি আশা, সাহসিকতার ভাষা
থাকলে নিবিড় হয়ে, ভয় নেই
ভালবাসা তুমি ঢাল, কলহ পায় না তাল
ভরা থাকে এ জীবন ছন্দেই|


ভালবাসা তুমি মায়া, প্রকৃত হলেই ছায়া
ছায়ায় জড়িয়ে আছে আশ্বাস
কাজে গতি দুর্বার, সফলতা বারবার
যথার্থ উল্লাসে মনে উচ্ছ্বাস|


ভালবাসা তুমি সন্ধি, এ মন হয় না বন্দী
দিগন্তে সহজেই করে বিচরণ
ভালবাসা তুমি রাধা, শুধু প্রেম দিয়ে বাঁধা
তুমিই গড়তে পারো তপোবন|


ভালবাসা তুমি মূল, সর্বদা অনুকূল
জীবনের তুমি সারাংশ
আমার এ মন মানে, ভুল নেই কোনোখানে
পুরো থাকো, চাই না যে অংশ|