//ভালো ভাবনার ভালো পরিণতি//


ভালো মন্দের মিশ্রণ হবে
এই যে বাক্য, সবাই মানবে।
সব ভালো কেন হবেনা, ভাবছি
কিছু কিছু লোক এটাই চাইছে।
'সব ভালো হবে', ভাবনা কি ঠিক!
ভাবতেই পারি, সব ভালো দিক।
ভাবনা থাকলে ভাবনার মাঝে
যাবেও সাজানো মনোরম সাজে।
ভাবনা গড়ল, মনেই থাকল
মনের বাইরে সেটা কি আসলো!
ভাবনাকে কাজে লাগাতে গেলেই
ভালো ও মন্দ ছুটে আসবেই।
সব ভাবনাই বাধাহীন ধারা
যেমন চড়াবো, চড়বেও পারা।
নিজের ভাবনা নিজেরই ধন
এই ধন থেকে যায় আমরণ।
যে ভাবনা পায় বাস্তবে রূপ
সেই ভাবনাই হয় অপরূপ।
ভালো ভাবনার ভালো পরিণতি
মন্দ ভাবনা নিয়ে আসে ক্ষতি।
সব ভাবনা কি ভালো হতে পারে!
কী যে বলা যাবে এর উত্তরে!
ইচ্ছা তো হয় সব ভালো ভাবি
সদা পাইনা যে ইচ্ছার চাবি।
অন্তে যখন মেলাই হিসাব
ভালো-মন্দের থাকেই প্রভাব।
ভালো ভাবনার জন্য প্রয়াস
সফল না হয়ে নিরাশার দাস।
বিশ্বাস নিয়ে চলতেও থাকি
ভালো দিয়ে কিছু মন্দকে ঢাকি।


সুবীর সেনগুপ্ত