//ভালো খুঁজলেই, ভালো পেতে পারি//


এতই সাজানো ছিল কথাগুলো
ছিল না ভুলের অবকাশ
শুনতে শুনতে মনে হয়েছিল
প্রতিটি কথায় বিশ্বাস।


ভালো যদি লাগে, ঝুঁকব সেদিকে
নিয়ম সরল সহজ
বাধ্যতা নেই, ঝুঁকতেই হবে
ঝুঁকলে, নিজের গরজ।


মানুষের প্রবণতা ভালোতেই
কথাতেই শুধু নয়
ভালো খুঁজে খুঁজে চলছে জীবন
ভালোর অভাবে অপচয়।


ভালো খুঁজে খুঁজে যখন পেয়েছি
তোমার ওই কথাগুলো
জড়িয়ে পড়ার প্রবল বাসনা
মনে জেগে উঠেছিল।


জড়াতে পেরেছি তোমার কথাতে
সে তো দৃশ্যত সত্য
জড়িয়েও গেছি তোমার জীবনে
গড়েছি ভালোর বৃত্ত।


ভালো খুঁজলেই, ভালো পেতে পারি
তাই তো পেয়েছি তোমাকে
ভালো খোঁজা হয়ে গেছে অভ্যেস
জীবনের আঁকে বাঁকে।


সুবীর সেনগুপ্ত