ধর ধর ধর, ধর চেপে ধর
পালিয়ে না যায়, রাখ না নজর
আর কোনো কিছু, পাস বা না পাস
ভালবাসাকেই, খুঁজে বের কর|


সহজেই হওয়া যায়, বৌ বর
কিছু অধিকার, আসে তারপর
গড়ে নাকি ভালবাসার নজর!
বেশী ক্ষেত্রেই নিয়মের ভর|


নারী ও পুরুষ, হলে সহচর
সংলাপ আর, থাকে না অনড়
দুই মনে ওঠে, কামনার ঝড়
ভালবাসা দেয়, বিছিয়ে চাদর|


ভালবাসা হয়ে যায় না খবর
হয় বহু স্থানে, ভূমির উপর
ভালবাসা খেলা, নয় অবসর
এতে নিয়মের, নেই তো আঁচড়|


ভালবাসা দিয়ে স্বপ্নের ঘর
আপন যে হয়, সে তো ছিল পর
অনুরাগ অনুভূতির কদর
আকর্ষণের আসবে লহর|


ভালবাসা চেপে ধরাই যায় না
জেনেও, এ ভুল ছাড়তে পারি না
ভালবাসা থাকে, যখন থাকার
কোন সে মন্ত্র, খোলে সেই দ্বার!


ভালবাসা খেলা নয় অবসর