//ভালবাসা নিঃস্বার্থের প্রতীক//


স্বার্থবিহীন ভালবাসা হয় কি!
হয়ত বা হয়, কিন্তু দেখা যায় কি!
স্বার্থবিহীন ভালবাসা বিরল
স্বার্থ জুড়েই ভালবাসা সচল।


ভালবাসা পাশার খেলা নয় কি!
পাশার দানে ভরসা রাখা যায় কি!
কপালগুণে পাশায় জেতা যায়
এ গুন ভালবাসার অন্তরায়।


ভালো সাথী, হয় না ভালবাসা
বোধহয় জাগে ভালবাসার আশা
সাথী যদি থাকেই সাথীর মতো
সে এক খুশী হবেই বিকশিত।


নিয়ম মেনে ভালবাসা হয় কি!
বোকার মতো প্রশ্ন এটা নয় কি!
মিথ্যে ভালবাসা নিয়ম মানে
স্বার্থ বজায় থাকে তো সেইখানে।


ভালবাসা অল্প পাওয়া যায় কি!
অল্প পেয়ে খুশী হওয়া যায় কি!
কম বা বেশী ভালবাসায় হয় না
খাঁটি ভালবাসাও তো হারায় না।


ভালবাসা নিঃস্বার্থের প্রতীক
এই কথা কি বলবে নাকি অলীক!
ভালবাসায় যদির কোনো স্থান নেই
ভালবাসা শুধুই ভালবাসতেই।


সুবীর সেনগুপ্ত