ভালোবাসা প্রতীক্ষায়
।।সুবীর সেনগুপ্ত।।


শূন্য পথে তোমার আশায়
চেয়ে থাকি
আসবে আবার, সেই ভাবনায়
মনকে ঢাকি
দৈনন্দিন কাজের মাঝে
থাকি দূরে
ব্যস্ততাতে কাটে সময়
তাল ও সুরে।


অবসরে বিষাদও ছায়
মনের মাঝে
খিড়কি খুলে, তাকাই দূরে
তাই তো সাঁঝে
জনস্রোতের কলকোলাহল
সড়ক পরে
অন্বেষণে ঝাপসা দু চোখ
তোমার তরে।


গুধূলিতে রাঙা আকাশ
রিক্ত মন
অনেক পাওয়ার পরেও শূন্য
এই ভূবন
নিশুত রাতের আগমনে
শান্ত নীড়
ক্লান্ত আঁখি প্রতীক্ষাতেও
নয় অধীর।