নিভৃতে রাখা একটি ছবিতে
সব কিছু অস্পষ্ট
পাগলা কবির মনে এই ছবি
জাগিয়ে তুললো কষ্ট|


কত সাধনার ফল এই ছবি
কেন অবহেলা সইবে!
কবির চাওয়াতে এই ছবিটাই
উজ্জ্বল হয়ে জ্বলবে|


কে যে এঁকেছিল এই ছবিটাই
এঁকেছিল কার জন্য!
কোন ইতিহাসে খুঁজবে সে নাম!
জানলে কি হবে ধন্য!


কবির ভাবনা খুঁজতেই থাকে
ভালবাসা সব কিছুতেই
সেই ভালবাসা এসে দেয় ধরা
শিল্প কলার মধ্যেই|


একদিন এই ছবিটাই ছিল
খুব গুরুত্বপূর্ণ
অভিভাবকের অভাবে এ ছবি
হয়েছে অশীতিপূর্ণ|


যে ধুলোর আবরনে ঢাকা ছিল
এ ছবির গুড় তত্ব
কবির নতুন প্রয়াসে ফুটল
এই ছবিতেই অর্থ|


এ ছবির ভালবাসা হারিয়েছে
শিল্পী গিয়েছে হারিয়ে
কবি পেয়ে গেছে ভালবাসা স্বাদ
এই ছবিকেই জড়িয়ে|


কবি দ্যাখে এই ছবি প্রতিদিন
নেয় প্রত্যহ যত্ন
কাটেও সময়, কাটে অবসাদ
নতুন খেলায় মগ্ন|


এখন এ ছবি প্রাণ-চঞ্চল
হয়েছে ভাবের উৎস
এ ছবির দানে কবি উচ্ছল
লাগছেও ভালো বিশ্ব|