ডাকো বা না ডাকো, কিছু ভাবি না তো
ডাক আসলেই, মন বিচলিত|


এই এক স্থিতি, কেন গড়ে যায়
তারই সন্ধানে, জীবন গড়ায়|


তোমার ডাককে, সাধারণ করে
নিয়েছিতো আমি, ভাবনার ঘরে|


তাই তো ভাবিনা, যখন ডাকো না
ডাকার আশাও, কিন্তু ছাড়িনা|


মন তো তরল, সহজ সরল
করা যায় নাকি, কঠিন সবল|


কখনো কোথাও, যদিও তা হলো
আমার বেলায়, সে তো চোখে ধুলো|


মনটা কঠিন, এখন তখন
করতেই হবে, করি এক পণ|


যদি ডাকো, তবে ভালবেসে ডেকো
তা না হলে, ডাক আড়ালেই রেখো|


ভালবাসার ডাক