//ভালোবাসার প্রভাব//


যে ঝড়ে গাছের পাতাও নড়ে না
ওড়েও না কোনো কাঠখড়
আমি তো ভাবিনি সে ঝড় আসবে
করবে জীবন তোলপাড়।


এই ঝড় আসে যেমন হটাৎ
তেমনই চলে যায়
ঝড়ের প্রকোপ চলতেই থাকে
কভু থামতে না চায়।


না হারাক এই প্রকোপ কখনো
সেটাই তো মন চাইছে
এই প্রকোপের অনুভূতিটাই
পুলক জাগিয়ে রাখছে।


শান্ত হয়েছে, থামেনি তো ঝড়
থামার প্রশ্ন আসে না
যতই আঘাত করতে থাকছে
জাগছে ততই প্রেরণা।


ঝড় এসেছিল, দিয়েছিল খুশী
ক্ষতি কিছু হয়নি তো
হয়েছিল মন মাতাল সেদিন
এখনো হয় তা জানি তো।


ঝড়ের প্রকোপ হয়ে গেছে সাথী
থাকবেও সাথী হয়ে
সেই প্রকোপেই ডুব দিই রোজ
ভালবাসা যায় ছুঁয়ে।


সুবীর সেনগুপ্ত