//ভালবাসাতেই, জীব উদগ্রীব//


কি বললি তুই, 'আমি ভালবাসি'
একটু পরেই, 'খুব ভালবাসি'
কেন যে বলিস এই কথাগুলো!
বেশী বললেই, ভালবাসা জোলো।


যা করতে চাস, সেটাই কর না!
তুই যা করবি, তোরই কামনা
ইচ্ছাকে, ঢেকে রাখাও ভালো না
শুধু কথা দিয়ে, সফলতা কানা।


ভালবাসা কী যে, সেটা কি বুঝিস!
তোকে ভালবাসি, বুঝতে পারিস!
অন্য প্রাণের, সহায়তা লাগে
তবে ভালবাসা, যেতে পারে আগে।


এ তো শুধু, হাত ধরে চলা নয়
দুটি হৃদয়ের, অভিন্ন বলয়
প্রতিগ্রহ আর প্রতিগ্রাহ দিয়ে
ভালবাসা থাকে, হৃদয় জড়িয়ে।


দ্বন্দ কলহ, ঠেলে দিতে দূরে
ভালবাসা চাই, হৃদয় গভীরে
চার অক্ষরের, এই যে শব্দ
এতেই জীবন, আছে আবদ্ধ।


আমি যা বলছি, ভাবিস না 'জ্ঞান'
ভালবাসা হলো, জীবনের প্রাণ
'জীবন' শব্দ, জুড়ে আছে 'জীব'
ভালবাসতেই, জীব উদগ্রীব।


বিলাসিতা আছে, থাক বিলাসিতা
তার সাথে হোক, ভালবাসা গাঁথা
গরীবেরও আছে, ভালবাসা সুখ
তাই তো জীবন, হয় না বিমুখ।


শুনলি তো সব, বুঝলি কি কিছু!
নাকি করে যাবি, কথারই পিছু
আমরা দুজন, আর দুই নই
এক হয়ে গেছি, সেই কারণেই।


বলে কি জানাবি, তোর ভালবাসা!
ভালবাসাই তো বোঝানোর ভাষা।


সুবীর সেনগুপ্ত