ভালবাসা চাই, ভালবাসা চাই
খুঁজে খুঁজে হয়রান হয়ে যাই
দোকান বাজার ঘুরে ঘুরে দেখি
পেয়ে যাই ভালবাসা, তাও মেকি।


মেকি ভালবাসা, ছড়ানো ছিটানো
সহজেই পাবে, সেটা তুমি জানো
এই ভালবাসা, পারবে কিনতে
ধন দৌলত এনে দেবে পাতে।


ক্ষণস্থায়ী হয় এই ভালবাসা
অস্থায়ী খেলা, যেন তাস পাশা
থাকলেও পাশে, নেশা জাগাবে না
মনের আদান প্রদানও হবে না।


ভালবাসা দূর গগনের সুর
তবলা ও বাঁয়া, পায়ের নুপুর
এ মনের সাথে, যায় না তো জুড়ে
উড়ে চলে যায় না জানিয়ে দূরে।


পাওয়া যে যায় না ভালবাসা খুঁজে
সামনে এলেই, নিতে হয় বুঝে
পাওয়া যায় ভালবাসার গল্প
সেই ভালবাসা নয় বিকল্প।


ভালবাসা তোলে হাজার প্রশ্ন
ভালবাসা, দূরে থাকলে রত্ন
ভালবাসা, ধরে রাখা মুস্কিল
ভালবাসা চায় অনন্ত মিল।


লেন ও দেনের কোনো আনাগোনা
নির্মল ভালবাসা তা চায় না
লেন দেন নিয়ে সংকট শুরু
ভালবাসা কাঁপে, ভয়ে দুরু দুরু।


প্রতিটি মানুষ ভালবাসা চায়
সেই ভালবাসা, যাতে ডোবা যায়
এই ভালবাসা মানে না মরণ
ছুটে চলে, নিয়ে অবিচল মন।