ভালবাসা হবে আটঘাট বেঁধে
ষাট-ঘাট করে নয়
তুমি কি ভাবছ এতে ভালবাসা
থাকবেও আঙিনায়!


তাই যদি হতো, তবে পাওয়া যেত
ভালবাসা সহজেই
ক্ষমতায় যারা, তারা বেশী পেত
সে তো এই কারণেই।


আট-ঘাট বেঁধে, পাওয়াই যায় না
কখনোই ভালবাসা
আরো শুনে রাখো, ষাট-ঘাট বেঁধে
ভালবাসা খেলা পাশা।


বলা যায় নাকি নিশ্চিত করে
কি কারণে ভালবাসা!
হলে ভালবাসা, কে জানতে চায়
কি কারণে ভালবাসা!


কারণ জেনে কি রাখা যাবে নাকি
ভালবাসা সংসারে!
আরে দূর বোকা, সব ভালবাসা
স্বতন্ত্রতায় জুড়ে।


স্থান কাল আর পাত্রকে ঘিরে
হয় ভালবাসা জীবনে
এ সব আছেই, তবু ভালবাসা
কেন যে দূরের গগনে!


প্রকৃত যে ভালবাসা, তা তো আসে
আসলেই জানা যায়
সেই ভালবাসা নিয়েই জীবন
বাঁচার অর্থ পায়।


ভালবাসা দিলে, ভালবাসা পাবো
ভাবনায় ছিল আগে
তা যে নয়, সেটা বুঝতে পেরেছি
ভালবাসা অনুরাগে।