কাঁচ ভেঙে গেলে, জোড়া দেওয়া যায়
জুড়ে গেলেও তো দাগ থেকে যায়
যতটা সবল ছিল, তা থাকে না
জুড়ে দেওয়া কাঁচ, লাগেও অচেনা|


জিনিস রাঙানো, হয় রঙ দিয়ে
যাতে রাঙে মন, ইনিয়ে বিনিয়ে
রঙ জ্বলে যায়, দুঃখী হয় মন
আবার রাঙালে, খুশী কি তখন!


গড়ছি আমরা, গড়ছে পৃথিবী
গড়ার সাধন, দিচ্ছে অদিতি
গড়া ভাঙা, এই নিয়ম ভাঙে না
জোড়ার পরেও, তৃপ্তি আসে না|


মানুষ যা গড়ে, সব তো ভাঙে না
কিছু ছিঁড়ে যায়, কাজেও লাগে না
যাই হোক, এ তো ধ্বংস, নয় কি!
এই প্রকরণ, বদলে যাবে কি!


কিছু ভাঙলে, বা ছিঁড়ে গেলে, পরে
ফেলে দিতে হবে, নাকি টানমেরে!
কেউ তা করবে, কেউ করবে না
ফেলা তো সহজ, গড়া তেমন না|


অভাব যেখানে, পারেনি ঢুকতে
সেখানেই ফেলা, সহজ গতিতে
ভাঙা দিয়েও তো, হয়ে যায় কাজ
ছেঁড়া কাগজেও, লেখা করে রাজ|


ভালবাসা ভাঙে, ভুলতে পারিনা
ফেলার কথা তো, মনেই আসেনা
কত কথা শুনে, ভেঙে যায় মন|
সেই ভাঙা মনই, জীবনের ধন|


শরীর যখন, ভাঙা শুরু হয়
বয়সের ভারে, ছোট হয়ে যায়
কেউ তো দেয়না, ফেলে এ শরীর
তখন শরীরে, শবরীর ভীড়|


যার ভাললাগে ফেলতে, ফেলুক
যে চায় রাখতে, ভাঙাকে রাখুক
সবাই অন্তে, একই পথে যাবে
ভাঙা ছেঁড়া নিয়ে, কি আর ভাববে!


ভাঙা মনটাই জীবনের ধন