//ভাড়া মানেই কৃত্রিম স্বাদ//


চাইলে কি আর পাবেই ভাড়া
হেথায় হোথায় গাছের চারা
কিনবে কিংবা যোগাড় করবে।
তবেই হবে কাজ যে সারা।


ভাড়ায় পাবে চেয়ার টেবিল
কিন্তু ভাড়ায় পাবে না তিল
ভাড়ায় গাড়ী পাবেই পাবে
ভিন্ন ভাড়ায় খুঁজো না মিল।


ভাড়ার জিনিস হয় না নিজের
সময় সীমা ব্যবহারের
যেমনি নেওয়া, তেমনি দেওয়া
এই নিয়মের নেই হেরফের।


সব ভাড়াতেই কৃত্রিম স্বাদ
পূরণ করা যায় না যে সাধ
ক্ষণিক খুশী, তাতেই মজা
এই খুশীতে নেই প্রতিবাদ।


করব ভাড়া অনেক হাসি
করতে গিয়েই, যা পাই বাসি।
ভাড়ার হাসি অর্থবিহীন
হয় না পত্নী, শুধুই দাসী।


কিনতে যখন নই সক্ষম
চিন্তা তখন ভাড়ায় প্রথম
ভাড়ার নাগাল পেয়ে গেলেই
কৃত্রিম স্বাদ, সেটাই চরম।


সুবীর সেনগুপ্ত