//ভাষা উপভাষা শুধু মানুষের//


যে কথার মানে খুঁজেই পাই না
সেই কথা মেনে নিতেও পারিনা
এ রকম কথা কেন উঠে আসে!
যে করে সৃষ্টি, সে কেন ভাবে না!


কোনো কথা নয় শুধু ঝংকার
কথা স্থূল, তাও মানে থাকে তার
না হলেই কথা অর্থবোধক
পেতেই পারেনা সে কথা বিচার।


সংলাপ উপদেশ বা আলাপ
সভা বৈঠক কিংবা আসর
যত কথা হবে, থাকলে অর্থ
কথোপকথন পাবেই আদর।


ভাষা উপভাষা শুধু মানুষের
আর সব প্রাণে খুশী শব্দের
শব্দেই ভাব আদান প্রদান
এই ধারণাই আছে আমাদের।


অর্থবিহীন কথা হতে পারে
খেজুরে আলাপ সময়ের ঘরে
এ-সব কথার প্রয়োজন নিয়ে
নিষ্প্রয়োজন কথা বারেবারে।


কথার মালিক আমরা সকলে
কারো মালিকানা কাড়াই যাবে না
কিন্তু প্রশ্ন করাই তো যায়
তাতে আপত্তি ধোপে টিকবে না।


সুবীর সেনগুপ্ত