//ভেবেই বলব কথা//


মুখ থেকে যেই বেরলো বাইরে
আসলো না আর ফিরে
বাবা বাছা বলে, অনেক সেধেও
কোথায় ফিরল ঘরে!


কেন যে বাইরে বেরিয়েই গেলো!
এ নয় যে তার ভুল
আমিই খুলেছি, মুখের আগল
চোখে দেয় নি তো ধূল।


কার মুখ থেকে, কী আর বেরবে!
হয় মধুর কিছু বাক্য
নয়ত বেরবে, শত গালাগালি
প্রত্যক্ষ বা পরোক্ষ।


বুঝে কি নাওনি, কি বলতে চাই!
হ্যাঁ গো হ্যাঁ সেই তো 'কথা'
মুখ থেকে হবে, কথা উদ্বমন
যা দেয় খুশী ও ব্যাথা।


উদ্বমন এর আগে না ভাবলে
কথা হবে অপচয়
আবর্জনার মতই সে কথা
অবচয় এ ধরায়।


কথা দেওয়া নেওয়া অপরিহার্য
জীবন নয় অক্রিয়
ইচ্ছা প্রকাশে, প্রতিটি মানুষ
'জীবন হোক সক্রিয়'।


অধিকার পাবে, তবেই বলবে
এই ভাবনা কি ন্যায্য!
একবার, হয়ে গেলে পরিণত
অধিকার নয় গ্রাহ্য।


প্রতিক্রিয়াতে যে কথা সামনে
তাতে বেশী ভুল, জানি
প্রভূত চেষ্টা, করেও তো সেই
ভুল নিয়ে টানাটানি।


বুদ্ধি বিচার, লাগাতেই হবে
বলবার আগে কথা
নইলে বহন করতেই হবে
অসদ্ভাবের ব্যাথা।


সুবীর সেনগুপ্ত