মৃতপ্রায় ইচ্ছাগুলো সাথী হতে পারল না  
সংকল্প বা অভিমানের...
সহজেই গড়ে তুলল ভিক্ষার অসত্য পদ্ধতি...
বললো, "দয়া করো, দয়া করো, দয়া করো"|
সর্বশ্রান্ত জীবনেও বাঁচার তাগিদ থাকে|
শিখলো 'মান-সন্মান' শব্দটাকে ঘৃণা করতে...
ভালবাসলো অপমান, ধিক্কার, আর ভিক্ষার চাল...
লজ্জাহীন হয়ে ফুটপাথে চললো নির্ভাবনার সংসার|
মত্ত হল পৃথিবীর আদিম খেলায়...
নগ্ন শরীরে মৃতপ্রায় আশাগুলো জেগে উঠল
তাতে ভালবাসা থাকল বা না থাকল...
নতুন প্রজন্মকে আনলো তপনের স্পর্শে
বংশের প্রদীপ নিভতে দেওয়া যাবে না যে|