দিলে দেবে শুধু ভিক্ষাই তুমি
হয় দাও, নয় দিও না
বলেই চলেছে, ভিক্ষা কি দেবে!
অন্য কিছু তো চাই না|


ভিক্ষাই চাই, আর কিছু নয়
শিক্ষা দিতে কি চাইছ!
প্রশিক্ষণের নেই প্রয়োজন
এ কথা কেন না ভাবছ!


ভিখারিকে তুমি দেবে কি সুযোগ
কিছু বলবার জন্য!
নাকি ভিখারির শোনার ভাগ্য
নয় যে গণ্য মান্য|


যদি দাও, দেবে অল্প কিছুই
রাখবে না মনে আমাকে
বলে বলে কেন সময় হারাও!
যাও না এগিয়ে পলকে|


সাধনা করে তো ভিখারি হইনি
করি বাঁচবার সাধনা
এই এক পথ খোলাই সামনে
তাও কি কাড়বে, বলো না!


আমাদের বাঁচা অকিঞ্চিৎকর
তোমাদের মত নয়
আমাদের শখ শুধুই বাঁচায়
জয় পরাজয় বিষ্ময়


মরছি না কেন, ভাবছই নাকি!
আমার মরন চাও কি!
কত ভিখারির মরণ চাইছ!
এতে সমাধান হয় কি!


আমাদের পেট দয়াতেই ভরে
করবে কি কিছু দয়া!
আজকে বাঁচলে, কালকে দেখব
আবার নিজের ছায়া|


ভিখারির আবেদন