ভবিষ্যৎকে জানতে চেয়েছি
কোথায় ভবিষ্যৎ!
এটার নাগাল পেতে গিয়ে, পাই
বর্তমানের রথ|


সময় কাটিয়ে চলছি এগিয়ে
সামনে আরও সময়
সময় তো সব বর্তমানেই
তাতেই অবক্ষয়|


এগিয়েই দেখা ভবিষ্যৎকে
ফেলে আসা পথে নেই
যতই হোক না প্রবল ইচ্ছা
ইচ্ছা কেবল ইচ্ছাই|


'ভবিষ্যৎ' এই নামটা তো বেশ
তাই কি ঘোরেই মুখে!
ভবিষ্যৎ কি! সেটাই জানি না
তবু সুরে যাই ডেকে|


ভবিষ্যৎ আর অতীত কি ভাই!
হয়ত তা হবে ঠিক
দুটোই যে পায় খুব গুরুত্ব
ভরে আছে চারিদিক|


যে সময় ধরা যায়, ছোঁয়া যায়
গণনায় সেটা আসে
চোখের আড়ালে যে সময় থাকে
তার মর্যাদা বাতাসে|


ভবিষ্যৎ হয় রূপান্তরিত
বর্তমানের রূপে
যে বর্তমান কাটিয়ে দিয়েছি
তাই অতীতের স্বরূপে|


এই মুহূর্ত জীবনের তরে
আর কোনো ক্ষণ নয়
অতীত এবং ভবিষ্যৎ তো
প্রহেলিকা ধারণায়|


ভবিষ্যৎ কি ধরা যায় নাকি!!!