ভবিষ্যৎকে ডাকতে চাইছ
ডাকবে কি করে, জানো কি ঠিকানা!
কেউ কি জানেই ভবিষ্যৎকে!
যতই ডাকোনা, কাছে তো পাবেনা|


অনুমান তুমি করতেই পারো
ভবিষ্যতের সকল ঘটনা
কোনো অনুমান সত্যি হলেও
পাবে কি সেটাকে! ভেবেই দ্যাখোনা|


ভবিষ্যৎকে দেখেনি তো কেউ
আর কোনোদিন কেউ দেখবে না
কথাতেই আছে, শুধু ভবিষ্যৎ
কিছুতেই তাকে ধরাও যায় না|


নিশ্চিত করে ভাবা যায় সব
বর্তমান আর অতীতগুলো
ভবিষ্যৎ তো তেমন হয় না
আসলেই কাছে, চোখে দেয় ধূলো|


একটু ভাবলে বুঝতে পারবে
ভবিষ্যৎ যে পাল্টিয়ে যায়
বর্তমানকে পার না করে তো
কাছে আসা তার দায় হয়ে যায়|


বর্তমানের ঘরে দিলেই পা
হারায় ভবিষ্যৎ তার রূপ
বর্তমানের সাথে মিশে গিয়ে
নেয় তো বর্তমানেরই রূপ|


ভবিষ্যৎকে ডেকে লাভ নেই
শুধুই সময় হবে অপচয়
তার থেকে ভাল, দাও বেশী মান
বর্তমানকে, বাঁচবে সময়|