ভদ্রতা হোক অনুজ্ঞাসূচক


বিনয়ের অবতার কেন হওয়া!
বিনয় দেখাব, বিনয়ীও হব
করব না কিছু ধাওয়া|


বিনয়ী এবং, বিনয়ের অবতার
কি পার্থক্য আছে এই দু'য়ে!
তাই ভেবে যাই বারবার|


বিনয়ী হতে কি, মহৎ হতে হবে!
প্রথমে বিনয়ী, পরেই মহৎ
এই ধারা নিতে হবে|


বিনয়ী হওয়ার, অভিনয় করা নয়
বিনম্রতার সাথে পেশ হলে
সেই তো বিনয়ী হয়|


শালীনতা আর ভদ্রতা নিয়ে চললে
খেতাব পাবেনা কেউ অবিনীত
না হলেই, ভুল করলে|


কে হতে চাইবে, বিনয়ের অবতার!
যে হতে চাইবে, সেই প্রতারক
এ যে তার কারবার|


যে বিনয়ী, তার বিনয় ছড়িয়ে পড়বে
এখান, ওখান, আর সবখানে
মানুষের মন কাড়বে|


রক্ষা করতে হবেই, অমায়িকতা
জীবনের এই প্রকৃষ্ট পাঠে
করা নয় সমঝোতা|


চাইলেই দেওয়া, অপরিহার্য নয়
মর্যাদা রেখে কথা বলাটাই
যথাযথ পরিচয়|


কোমল কথার জন্য নেই রাজস্ব
বললেই হয় দুটো বা তিনটে
কেউ তো হবেনা নিঃস্ব|


কি ভাবে জুড়বে, দেওয়া আর ভদ্রতা!
ভদ্রতা হলো, নিষ্পাপ ও স্বাধীন
সুসংলগ্ন কথা|


মানবিকতার, অনুকল্পকে খুঁজলে
যা পাবে সেটাও মানবিকতাই
বিকল্প নেই, বুঝলে!


ভদ্র জনতা, গড়বে সুশীল সমাজ
কেউ কেন হতে চায় অভদ্র!
লোভ কি হয় তার তাজ!


বাড়ীতে ভদ্র, বাহিরে যে কোনো স্থানে
এটাই জীবনে, সাধারণ মান
যায় না তো পরিমানে|


যে স্বার্থী সেই, করে অভিনয় বিনয়ের
সেই অভিনেতা চিহ্নিত হবে
হবেই শিকার ক্রোধের||


ভদ্র হওয়াটা, হোক অনুজ্ঞাসূচক
অভদ্রতার হয়ে যাক সাজা
নির্মল হোক ভ্যূলোক|    


সুবীর সেনগুপ্ত