ফুল কি কখনো দুরহংকারে ভোগে!
গাছের ক্ষেত্রে একই কথা বলা যায়
নৈব্যর্তিক যত কিছু আছে বাস্তবে
সেগুলোও ভন্ডামিতে যেতে না চায়|


পশু পক্ষীরা করে বা করে না ভণ্ডামি
জানিনা, তাইতো করে যাই অনুমান
করলেও তাতে ক্ষতি আমাদের নয়
ভণ্ডামিতেই মানুষের কেন অভিযান!


ভণ্ডামি করে রাখা যায় না তো সেটাকে
ভণ্ডামি হলো অপ্রকাশ্য এক কাজ
ভণ্ডামি করি এড়াতে কিংবা অবজ্ঞায়
কিছু তো হাঁসিল করতে, সেটাই রাজ|


কোথায় কখন কেন করা হয় ভণ্ডামি
যে করে সেটা তো তারই হয় নির্ণয়
নির্ণয় আগে হতে পারে  অথবা তখনি
আড়ালে তো সব প্রতারণা ছাড়া কিছু নয়|


কেউ বলবে না ভণ্ডামি করা ভালো
এমন কাজ এই, ভণ্ডামি ধরা মুশকিল
যে করে তাকেই ছাড়তে হবে এ কাজ
ছাড়ানোর শিক্ষাতে আটকানো খিল|  


ভণ্ডামি থেকে ভুগতেই হয় কাউকে
যে করে তার তো এটা হয়ে যায় ধর্ম
করতেই থাকে, ভুলে যায় এটা ভুল
তার বিশ্বাসে এটাই তো ঠিক কর্ম|


ভণ্ডামি করা এক রকমের ধোঁকা
মানুষ দিচ্ছে শুধু মানুষকে ধোঁকা
কিছুদিন দিয়ে নিজেই নিজের ফাঁদে
উপলব্ধতিতে সে তখন হয় বোকা|


সবাই কি করি ভণ্ডামি কিছু কিছু!
এই ভাবনাতে কি যুক্তি, তাই চিন্তায়
অবচেতনে কি ভণ্ডামি কিছু করি!
অদ্ভুদ এই মন নিয়ে ঝামেলায়|