//ভয় নিশ্চিত অরি//


উপলব্ধিতে আনতে চাইছি
ভয় না পাওয়ার কারণগুলো
স্মরণ করছি, ভয়ের সময়
কেন যে তখন ভয় হয়েছিল!


এটা তো সত্যি, হয়েছিল ভয়
ভয় পেয়ে, কাজে এসেছিল বাধা
সময় অতীতে যাওয়ার পরেই
মনে হয়েছিল আমি এক গাধা।


আমার যেমন সবেতেই ভয়
সবাই কি এই ভয় নিয়ে থাকে!
নয়ত সবাই, তবে কিছু আছে
ভয় কেন এই কিছুকেই ঢাকে!


দূর করতেই হবে এই ভয়
মনে মনে আমি ঠিক করে নিই
আসল সময়ে সব ভুলে যাই
ভয় মনে ঢুকে করে টিক টিক।


এটা বেশ আছে উপলব্ধিতে
আমি ভয় পাই কারণ ছাড়াই
উপলব্ধিতে আসছে না কেন
কী ভাবে যে এই ভয়কে মেটাই!


সকলে কি চায় ভীতিহীন মন!
জিজ্ঞাসা আমি কাউকে করিনি
আমার ধারণা, সবাই চাইবে
ধারণা কিন্তু ধোপেও টেকেনি।


কার মনে ভয়, কার মনে নয়
কী করে যে হয় এই নির্ণয়!
সৃষ্টি যে হয় বিভিন্ন মন
বিভিন্নতায় ভাব এক নয়।


ভীত মন নিয়ে যাঁরা পৃথিবীতে
জোগানো যায় না তাঁদের সাহস!
তাই যদি হতো, তাঁরা কি চাইত
প্রত্যেক কাজে ভয়ের পরশ!


তাঁদের বুঝতে চেষ্টা করছি
যাঁরা কাজ করে ভয় না নিয়েই
দেখে আর শুনে বুঝেও ফেলেছি
এখন চলছি শুধু অভয়েই।


সুবীর সেনগুপ্ত