//ভয় ও শংকা, সাবধানতার প্রতীক কি!//


সংশয় আর পরাজয় পাশাপাশি
জয় আর সাহস, একে অন্যের দাসী।


মুখ্যত দুই দলে ভাগ, এই সমাজ
আমি কোন ভাগে, সাজাব জীবন সাজ!


জীবন সাজবে, যেমন সাজাব আমরা
সাজ হবে শ্রীহীন, যদি ভয় করে তাড়া।


সব কাজে আছে, ব্যস দুই পরিণতি
পরিণতি ঘিরে, সাহস কিংবা ভীতি।


যে ঘেরার মাঝে, রাখব মনকে আমরা
প্রবাহিত হবে কাজ, ধরে সেই ধারা।


কিছু দ্বিধা, কিছু অভিশংকার সাথে
বাধা আসবেই, এগিয়ে চলার পথে।


যদি হওয়া যায় শক্ত মনের ভক্ত
সহজেই হবে, মন সাহসে আসক্ত।


জীবন নিয়ত, সহজ সরল হয় না
নিয়ত নির্ভীকতার সাথেও চলে না।


সংশয় ভয়, কেন বসে যায় মনে!
কি কারণ দেবো! সেটাই আসে প্রশ্নে।


ভয় ও শংকা, সাবধানতার প্রতীক কি!
তাই মেনে নিয়ে, মন দুর্বল হয় কি!


আসলে তো চাই, পদক্ষেপ হোক লক্ষ্যে
লক্ষ্য তো পাবো, সাহস থাকলে পক্ষে।


অসাধারণ এক মন প্রত্যেক প্রাণে
মন জোগাবেই সাহস প্রকৃত কারণে।


জয় পরাজয়, সফল আর অসফল
এ সব থাকবে, অন্তে থাকুক ফল।


শুরুতেই কেন, জয় পরাজয় আসবে!
ফলাফল দেখে, তবেই তো মন ভাববে।


সুবীর সেনগুপ্ত