সময়টা কম  ছিল, বলেই তো ছুটছিল
ধীরে ধীরে গতি তার, কমেও তো আসছিল
যে কারণে ছোটা, সেই কারণ হারিয়ে গেল
পরিশ্রমের পর, হাঁপাচ্ছে সে এখন|


শরীর দৌড়েছিল, মনটাও ছুটছিল
পারবে কি ধরতে, যেটা দূরে যাচ্ছিল!
এখন সে ভাবে তার,আন্দাজ কম ছিল
ভুল তাকে ছাড়ছে না, সেটাও বোঝে এখন|


যেটা কাছে সেটাকেও, দূর বলে ভাবছিল
আর সেই ভাবনাকে, দৃঢ় বলে মানছিল
ছুটলেই পেয়ে যাবে, আশায় সেটাই ছিল
ছুটে হারিয়েছে আশা, বিতৃষ্ণায় মন|


ছোটা তার ধারণাতে, জীবনের পথ ছিল
পেতে গেলে, ছুটতে হবেই মন বলছিল
ছোটার আরম্ভে, উৎসাহ ভরা ছিল
জ্বলে নিভে, জ্বলে নিভে উৎসাহ কালো বন|


ছোটা জীবনে তার. কাজ হয়ে গিয়েছিল
কিছুই পায়নি ছুটে, তাও জেনে ফেলেছিল
সামান্য পেয়েছে যা, না ছুটেই পেয়েছিল
তাই দিয়ে কাটিয়েছে, দুঃখের এ জীবন|


দুঃখটা সহজেই. তার সাথী হয়েছিল
তাকে নিয়ে ধীরে ধীরে, পথটাও চলেছিল
অতীতের ছোটাছুটি মনে তো এসেইছিল
বুঝেছিল ভুলে ভরা, ছিল জীবন যাপন|


ভুল করে ছুটেছিল