সীমানা ছাড়িয়ে, যাওয়া তো বারণ
এপারেও নেই, হাসিখুশী ক্ষণ
এমন বিপদে, কি যে করি আমি!
ওপারে যেতেই, হবে যে এখন|


ওপারেতে হাসি, আছে কিনা নেই!
সবার অজানা, শুধু অনুমান
যদি নাও থাকে, তাহলেই বা কি!
দুঃখই পাবো, পাবো তো প্রমান|


ওপার দেখব, কামনা প্রবল
সীমানায় পাই, একটা তো নয়
বিস্মিত হয়ে, যাত্রাকে ভুলি
বিচলিত হই, এত সীমানায়|


কিছু সীমানার, এপার দেখেছি
কষ্ট করেছি, দেখতে ওপার
দুই পার দেখে, মনে তো হয়েছে
এপার ওপার, সব একাকার|


যে সব ওপার, এখনো দেখিনি
সেগুলো কি হবে, এপারের মতো!
এই ভাবনাতে, মন জুড়ে যায়
ভাবতেই থাকি, খালি অবিরত|


ভাবনার ফল, অতি সাধারণ
আর আমি খুঁজিনা, কোনোই সীমানা
যে পারেতে আছি, তাই মনোরম
যা কিছু না দেখা, ভুলের নিশানা|


ভুলের নিশানা