ভূমিতে জন্ম, ভূমিতেই বাস
ভূমিতে ফলাই অন্ন
ভূমির উপরে গড়ি ইমারত
ইমারতে থেকে ধন্য|


ভূমি আছে, তাই আমরাও আছি
নই তো জলজ জীব
ভূমির উপরে, করি হাঁটাহাঁটি
হইনাও উদগ্রীব|


ভূমির স্পর্শে, জাগে আমাদের
শরীরের মাঝে উদ্যম
অনায়াসে করি, কাজ শতশত
আনন্দে ভরে শ্রম|


ভূমি নদীতীরে, সাগরের পারে
সমীরণ পরিপূর্ণ
ঘুরে ঘুরে আমি, খুশীতে হারাই
আমোদেও হই বন্য|


ভূমি থেকে তুলি, নানান খনিজ
এগিয়ে চলে প্রগতি
মিলিয়ে মিশিয়ে, প্রগতি সফল
বৃদ্ধিও হয় গতি|


ভূমিতেই মাটি, বুমিতেই গাছ
অরণ্য ভূমির দান
এদের ভূমিকা, ছাড়া এ পৃথিবী
হবেই অসার উদ্যান|


ভূমি এশিয়ায়, আফ্রিকাতেও  
কমে না  ভূমির মান|
আছে ইউরোপে, আমেরিকাতেও
সেই একই সন্মান|


বলব কি ভূমি, সহোদর ভাই!
নাকি ভূমি হবে মাতা!
ভূমি আমাদের মায়ের মতন
বলতেই পারি বিধাতা|


ভূমির গঠন, করিনি আমরা
অজানা ভূমির রাজ
ভূকম্পনের, সন্ত্রাস এলে
মাথার উপর বাজ|


কতটুকু এই, পৃথিবীর ভূমি!
তাই নিয়ে মারামারি
সমর চালিয়ে মারছি মানুষ
চাই ভূমি ভুরিভুরি|


ফল ফুল এই, ভূমিতেই হয়
ভূমিতেই ভরা শষ্য
ভূমি ভেজা, ভূমি শুকনো বাগান
ভূমিই তো এক রহস্য|


ভূমি আদরের, ভূমি ভালবাসা
এই তো আমার ধারণা
ভূমির স্পর্শে, প্রতিদিন পাই
নব নব যত প্রেরণা|


প্রাণ দিয়ে, ভালবাসি এই ভূমি
এখানেই করি রঙ্গ
মৃত্যুর পরে, ভূমিতেই মিশে
দিই ভূমিকেই সঙ্গ|


ভূমি