শিখা নেই নেই তাপ,
ঠিক যেন দিবসের ভাঙ্গা বিশ্বাস|
ফ্যাকাসে দিন, নেই চিন্তার অবকাশে
ক্ষীণ হওয়া শীতল নিঃশ্বাসে|
শংকিত চিত্তে ভাবনা অসার
চারিদিকে কোলাহল, শূন্য আধার|
তান হয়ে গেছে স্থির, হয় না বিস্তার
মনঃকষ্ট-পীড়া থেকে নেই নিস্তার|
বন্ধ কপাট তাতে মৃদু মৃদু টোকা
সংশয় দূর হলো, সঙ্গীর পাবো দেখা!
মৃত্যু কি এসে গেছে! খোলো, দ্বার খোলো
কোথায় সবাই আজ, কোথায় যে গেলো!
মিলতে দাও না ভাই, মৃত্যুর সাথে
কতদিন পরে এক সাথী ইচ্ছাতে|
মৃত্যুকে সাথী করে পাব চিরশান্তি
ছুটি হবে অস্তিত্বের, যা ছিল বিভ্রান্তি|


বিভ্রান্তি থেকে মুক্তি