আকাশপানে চাইব না তো
সমুদ্রে জল দেখব না
মাটির মানুষ মাটি ধরেই
চলতে থাকব, থামব না|


জীবন ধারায় কাটাবো দিন
ধারায় বদল আনব না
নিজের কথা নিজেই শুনব
অপর কথায় বিঁধব না|


নদীর কূলে বসব আমি
জলের স্রোতে ভাসব না
শব্দে বিভোর হয়ত হব
জলের তলায় খুঁজব না|


দেখার আগে ভাববো না তো
শোনার আগে বলব না
দেখাশোনার সুযোগ এলে
দেখব শুনব, ছাড়ব না|


কথায় কথায় রাগব না তো
অনেক কথায় ঢুকব না
বলতে হবে কথাও তো রোজ
অপ্রয়োজন বলব না|


খাবার সময় চাইব না তো
খাবার খেতে ভুলব না
জীবন বাঁচে খাবার খেয়েই
অনেক খেয়ে মরব না|


করতে গিয়ে করতে থাকব
অন্ত দেখতে ছাড়ব না
কাজই সাথী এই জীবনে
কাজকে ছাড়া থাকব না|


লাভের অঙ্কে ডুববো না তো  
লাভের সংখ্যা ছাড়ব না
চাইব না তো লোভী হতে
লাভের দূর্গ গড়ব না|


পথকে দেখেই ছুটব না তো
কিন্তু হাঁটতে ভুলব না
মাটির সাথে রাখবই যোগ
যে যাই বলুক মানব না|


এই প্রকৃতির আয়না হব
বায়না বেশী করব না
সহজ জীবন নিয়েই থাকব
বিদায় হাসি ছাড়ব না|