//বিদ্যা, খাদ্য, জুড়েই বাদ্য//


দামী দামী খাবার খেয়ে
বাড়বে নাকি বিদ্যে!
ভারী ভারী কিতাব পড়ে
মিটবে নাকি ক্ষিধে!


কী মুস্কিল হলো, বলো
কি এর সমাধান!
আমি কেন খুঁজতে যাব
সমাধানের ধান!


বিদ্যে কি চাই খাদ্য পেতে!
হয়ত হবে তাই
খাদ্য কি চাই বিদ্যে পেতে!
তর্কে যাই না, ভাই।


বিদ্যে খাদ্য জুড়েই বাদ্য
তাই তো বলে মন
সাথে বিদ্যে বাড়ায় আলো
মনের প্রশমন।


খাদ্য লাগে সকলেরই
তবেই বাঁচে প্রাণ
দামী দামী নাই বা হলো।
অ-দামীতেই টান


না বাঁচলে বিদ্যে কোথায়!
খাদ্য প্রয়োজন
বাঁচার পরে, বিদ্যে কি চাই!
চাওয়া সাধের ধন।


সুবীর সেনগুপ্ত