//বিক্ষিপ্ত মতগুলো হয় অভিশাপ//


কিছু বলে চলে গেলে
অপেক্ষা করলে না শুনতে...
আমার যা কথা ছিল
সুযোগ দিলে না তুমি বলতে।


কথোপকথনে লাগে
অন্ততঃ দুই মন, জানো না!
এক তরফের কথা
কোনো মানে খুঁজেই যে পায় না।


চলে যাওয়া হয় নাকি
অনন্য সাধারণ এক ঘটনা...
কেউ বলে চলে যায়
আর কেউ বলতেও চায় না।


নিজ মতে চলে গেলে
শুধু বলে গেলে, 'আমি যাচ্ছি'
দুটো ক্ষণ দাঁড়ালে কি
খুব ক্ষতি হয়ে যেত, ভাবছি।


তোমার মতের সাথে
আমার যে মিল কম, জানতাম...
তবুও ভাবিনি আমি
বিচ্ছেদ পেয়ে যাবে এত দাম।


কত কত ইচ্ছাকে
দিয়েছি জলাঞ্জলি, নিয়ে চাপ...
আজ নব জ্ঞান হলো
বিক্ষিপ্ত মতগুলো হয় অভিশাপ।


সুবীর সেনগুপ্ত